যোগের একতা, সুস্বাস্থ্য ও মানসিক সচেতনতার বার্তা নিয়ে যোগ দিবস পালন শিলচরে

বরাক তরঙ্গ, ২১ জুন : ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল জেলা প্রশাসন। শনিবার ইন্ডিয়া ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে যোগের একতা, সুস্বাস্থ্য ও মানসিক সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সক্রিয় অংশগ্রহণ করেন। এবারের থিম “যোগ ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ” বিশ্বব্যাপী একতা ও সামগ্রিক সুস্থতার বার্তাকে তুলে ধরেন, যেখানে মানবজাতি এবং প্রকৃতির মধ্যে ভারসাম্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

এই অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ কণাদ পুরকায়স্থ, সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো সহ বিশিষ্ট জনেরা।

যোগের একতা, সুস্বাস্থ্য ও মানসিক সচেতনতার বার্তা নিয়ে যোগ দিবস পালন শিলচরে
Spread the News
error: Content is protected !!