ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হানা! জখম অন্তত ৬৫

১৯ জুন : ইরান-ইজরায়েল যুদ্ধ ক্রমশ ভয়ংকর আকার ধারণ করছে। দু’পক্ষই লাগামছাড়া আক্রমণ চালাচ্ছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইজরায়েলের দক্ষিণ প্রান্তে বের-শেভা শহরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে। অন্যদিকে ফের ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালানোর অভিযোগ ইজরায়েলের বিরুদ্ধে!

পরোক্ষে ইরান-ইজরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকাও। গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী সপ্তাহেই ইরান-ইজরায়েল সংঘাতের এসপার-ওসপার হয়ে যাবে। কার্যত যুদ্ধের ‘ডেডলাইন’ দেন তিনি। ধমকির সুরে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রতি ট্রাম্পের বার্তা—”গুড লাক।” এর মধ্যেই বৃহস্পতিবার যুদ্ধের তীব্রতা কয়েক গুণ বেড়ে গিয়েছে।

ইজ়রায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ‘কয়েক ডজন’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও পড়েছে বলে অভিযোগ ইজ়রায়েলের। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সকাল থেকেই তেল আভিভে আছড়ে পড়তে শুরু করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। সোরোকা হাসপাতালে হামলারও বেশ কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে বিস্ফোরণের পর গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে হাসপাতাল থেকে। ইজ়রায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, এখনও পর্যন্ত ওই ঘটনায় অন্তত ৬৫ জন জখম হয়েছেন।

ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হানা! জখম অন্তত ৬৫
Spread the News
error: Content is protected !!