ফিনাইল, চুন, ব্লিসিং পাউডার, জল পরিশোধক বণ্টন কেশব স্মারকের

বরাক তরঙ্গ, ১৮ জুন : বন্যার পরবর্তী পরিবেশের প্রতি লক্ষ্য রেখে কেশব স্মারক সংস্কৃতি সুরভি প্রতিনিয়ত ফিনাইল, চুন, ব্লিসিং পাউডার, জল পরিশোধকের বিশেষ ওষুধ এবং মিল্ক পাউডার বিতরণ করে চলছে বিভিন্ন স্থানে। বুধবার বন্যার ত্রাণ সামগ্রী যে দু’টি স্থানে বিতরণ করা হয়েছে তা হলো কালীবাড়ির চর শিলচর এবং কোয়ারপার রামচন্দ্র লেন। আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের  প্রচারক তথা একনিষ্ঠ কার্যকর্তা সুমিত দাস, সুমন দাস সহ স্থানীয় স্বয়ংসেবকগন।

ফিনাইল, চুন, ব্লিসিং পাউডার, জল পরিশোধক বণ্টন কেশব স্মারকের

বিশেষ এক কথা প্রসঙ্গে সংস্থার এক্সিকিউটিভ মেম্বার দীলিপ নাথ জানান, বিগত বন্যার বিকট পরিস্থিতিতেও সংস্থা কালীবাড়ি চড়ে পানীয়জল এর ব্যবস্থা করেছিল এবং আজ ফিনাইল এবং দুধের ব্যবস্থা করতে পেরে অনেক ভালো লেগেছে এবং তিনি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবেলায় কালীবাড়িরচরের ভাই-বোনদের পাশে সংস্থা সবসময় থাকবে বলে তিনি জানান।

ফিনাইল, চুন, ব্লিসিং পাউডার, জল পরিশোধক বণ্টন কেশব স্মারকের
Spread the News
error: Content is protected !!