গুয়াহাটিতে অটল ইনকিউবেশন সেন্টারে উদ্বোধন কেন্দ্রীয় ওষুধ সচিব অমিত আগারওয়াল

পিএনসি, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ১৮ জুন : ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যন্ড রিসার্চ। এটি ভারতের জাতীয় স্তরের ফার্মাসিউটিক্যাল শিক্ষা এবং গবেষণা কেন্দ্র যা ভারত সরকারের “জাতীয় গুরুত্তের প্রতিষ্ঠান” হিসেবে প্রতিষ্ঠিত করেছে, NIPER। বুধবার গুয়াহাটিতে অবস্থিত NIPER এ অটল ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেন অমিত আগরওয়াল আইএএস সচিব, ওষুধ বিভাগ, রাসায়ন ও সার মন্ত্রণালয়।

উদ্বোধন অনুষ্ঠানে হোজাই জেলার লঙ্কার
চিকিৎসক প্রদীপ সাহা। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে আগুনে পুড়া চিকিৎসা করে আসছেন। তাঁর নিজের হাতে প্রস্তুত করা ওষুধ দিয়ে ইতিমধ্যে প্রায় ৭ হাজার আগুনে পুড়া রোগীর চিকিৎসা করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। গত বছর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে গুয়াহাটি নাইপার ওষুধ গবেষণা কেন্দ্রে প্রদীপ সাহার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে প্রদীপ সাহাকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উৎসাহিত করেন।

গুয়াহাটি নাইপার এর আহ্বানে সাড়া দিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রদীপ সাহা নিজের হাতে প্রস্তুত করা ওষুধ ইত্যাদি সামগ্রী নিয়ে।

Spread the News
error: Content is protected !!