আদালতের নির্দেশে সৈদপুর প্রথম খণ্ডে বসছে নয়া ট্রান্সফরমার, মবজিলকে ধন্যবাদ এলাকাবাসীর

বরাক তরঙ্গ, ১৭ জুন : দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে এবার উচ্চ আদালতের নির্দেশে সৈদপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিগত তিন বছর থেকে সৈদপুর প্রথম খণ্ড এলাকার স্থানীয় জনগণ ভোল্টেজ সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ বিভাগে থেকে শুরু করে স্থানীয় বিধায়কের কাছে অনেকবার আবেদন করার পরও কাজ হয়নি। অবশেষে নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন সমাজসেবী আলহাজ মবজিল হোসেন বড়ভূইয়া।

আদালতের নির্দেশে সৈদপুর প্রথম খণ্ডে বসছে নয়া ট্রান্সফরমার, মবজিলকে ধন্যবাদ এলাকাবাসীর

তিনি এক বছর আগে ‌স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে মেহেরপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের বিভাগে আধিকারিকদের সঙ্গে দেখা করেন নতুন ট্রান্সফার বসানোর জন্য। কিন্তু সেখানে বিভাগিয় আধিকারিকদের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাননি। এরপর স্থানীয় প্যারাডাইস এনজিও এর তরফ থেকে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন কিন্তু এরপরও কোন কাজ হয়নি। পরে তিনি বাধ্য হয়ে এ বিষয়ে এপিডিসিএল শিলচর এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিদ্যুৎ বিভাগকে ঘোষণা প্রদান করে এই বিষয়ে সঠিক তদন্ত করে জবাব প্রদান করার জন্য। শেষে বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ উচ্চ আদালতকে লিখিতভাবে জানায় তারা এই মাসের মধ্যে সৈয়দপুর দ্বিতীয় খণ্ড এলাকায় নতুন ট্রান্সফর্মার বসাবে। এবং সোমবার থেকে নতুন ট্রান্সফরমার বসানোর কাজ চলছে। তাই তিনি উচ্চ আদালতকে ধন্যবাদ জানান।

এদিকে, আজ স্থানীয় জনসাধারন সমাজসেবী মবজিল হোসেন বড়ভূইয়াকে ধন্যবাদ জানান দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সুরাহা করতে পাশে দাঁড়ানোর জন্য।

Spread the News
error: Content is protected !!