অকাল প্রয়াণ সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের কর্মী পার্থ প্রতিম গোস্বামীর

বরাক তরঙ্গ, ১৭ জুন : অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ শিলচর কার্যালয়ে কর্মরত কনিষ্ঠ সহায়ক পার্থ প্রতিম গোস্বামী আর নেই। ১৫ জুন রাত ১-৩০ মিনিটে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসার পর তাঁর এই আকস্মিক মৃত্যু দফতরে গভীর শোকের ছায়া ফেলেছে।

পার্থ প্রতিম গোস্বামী ২৬ মে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাঁকে সঙ্গে সঙ্গে স্থানান্তর করা হয় গৌহাটি মেডিক্যাল কলেজের আইইউসিতে, সেখানে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে ব্যর্থ হন।

নিম্ন অসমের পলাশবাড়ি থানার অন্তর্গত বিজয়নগরের নাহিরা গ্রামে জন্মগ্রহণকারী পার্থ ২০১৭ সালে সংস্কৃতি দফতরে যোগ দেন। তাঁর কর্মজীবন শুরু হয় হাইলাকান্দি থেকে, পরে বদলি হয়ে আসেন শিলচরে। কর্মদক্ষতা, নিষ্ঠা ও সাংস্কৃতিক চেতনায় ভরপুর পার্থ বিভিন্ন রাজ্য স্তরের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ‘খেল মহারণ’, ‘মেগা বিহু’, ‘ঝুমুর নৃত্য’ সহ জাতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত তিনি বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পী দলের সঙ্গেও দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।

তাঁর অকাল মৃত্যুতে অসমের সাংস্কৃতিক জগত এক প্রাণবন্ত কর্মীকে হারাল। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী জ্যোতিকা গোস্বামী, তাঁদের তিন বছর বয়সী পুত্র, মা,বাবা এবং এক কনিষ্ঠ ভ্রাতা।

Spread the News
error: Content is protected !!