কুণাদ পুরকায়স্থকে সংবর্ধনা অপুনবা মৈরা পাইবি লুপের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুন : নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানাল অসম মণিপুরি অপুনবা মৈরা পাইবি লুপ। মঙ্গলবার সকালে সাংসদ পুরকায়স্থের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান মহিলা সংস্থার কর্মকর্তারা। এদিন অসম মণিপুরি অপুনবা মৈরা পাইবি লুপ (মশাল মহিলা পার্টি)-এর মূখ্য উপদেষ্টা মণিতন সিংহ বলেন, কণাদ পুরকায়স্থ সুদীর্ঘ বছর বরাকের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, এই প্রথমবারের মতো তিনি রাজ্যসভায় সদস্য হওয়ায় এই অঞ্চলের জনগণ বিশেষ করে উপকৃত হবেন বলে তাঁরা আশাবাদী। সেই সঙ্গে তিনি কণাদ পুরকায়স্থের কাছে সংস্থা পক্ষ থেকে বরাক উপত্যকায় ৩০ শতাংশ নির্বাচিত পঞ্চায়েত সদস্য সংখ্যালঘু মণিপুরিদের দেওয়ার জন্য আবেদন করেন।

কুণাদ পুরকায়স্থ সংস্থার প্রত্যেক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দাবি গুলো পূরণ করার প্রচেষ্টা সহ প্রত্যেক ভাষা-ভাষী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে মাথায় রেখে কাজ করে যাবেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম মণিপুরি অপুনবা মৈরা পাইবি লুপ (মহিলা মশাল পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজয়া সিংহ ও দপ্তর বহনকারী মধুমিতা সিংহ, অমলা সিংহ, হেইতোম্বি সিংহ, উধারবন্দ শাখার উপদেষ্টা নেপাল সিংহ, ব্রজনন্দন সিংহ, সমাজকর্মী সুধাংশু দাস ও জগন্নাথ রায় প্রমুখ।

কুণাদ পুরকায়স্থকে সংবর্ধনা অপুনবা মৈরা পাইবি লুপের
Spread the News
error: Content is protected !!