শিলচরে শ্রীভূমির কন্টেন্ট নির্মাতা সুজন দেবরায় আটক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জুন : শ্রীভূমির জনপ্ৰিয় কন্টেন্ট নির্মাতা সুজন দেবরায়কে আটক করল পুলিশ। সোমবার  করিমগঞ্জ টুডে (বর্তমানে শ্রীভূমি টুডে) এর জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাকে আটক করেছে কাছাড় পুলিশ। শিলচর সদর থানায় এক অঘোরি সাধুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁকে শিলচরে আটক করা হয়েছে। সাধু সন্ন্যাসীকে নিয়ে সামাজিক মাধ্যমে অপমানজনক ভিডিও করার অভিযোগ রয়েছে সুজন দেবরায়ের বিরুদ্ধে।

এ দিন কাজের জন্য শিলচরে এসেছিলেন সুজন দেবরায় এমন তথ্য পেয়ে কাছাড় পুলিশের একটি দল দেবজ্যোতি ওরফে সুজন দেবরায়কে আটক করেছে। বর্তমানে কাছাড় পুলিশ সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে।

শিলচরে শ্রীভূমির কন্টেন্ট নির্মাতা সুজন দেবরায় আটক
Spread the News
error: Content is protected !!