দু’টি ব্লাড সেন্টারের ইনচার্জ ও কর্মীদের সম্মাননা প্রদান হৃদয়ের

বরাক তরঙ্গ, ১৪ জুন : বিশ্ব রক্তদাতা দিবসে শিলচরের দু’টি ব্লাড সেন্টারের ইনচার্জ ও কর্মীদের উদ্দেশ্যে সম্মাননা প্রদান করে হৃদয়  সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শনিবার সংস্থার পক্ষ থেকে ডাঃ রাহুল গুপ্ত মেমোরিয়াল ব্লাড সেন্টার ও কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারের ইনচার্জ ও কর্মীদের উদ্দেশ্যে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কাছাড় ক্যান্সার হাসপাতালের তরফে সম্মাননা গ্রহণ করেন ডাঃ শবনম বাহার বড়ভূইয়া ও ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এবং ডাঃ রাহুল গুপ্ত মেমোরিয়াল ব্লাড ব্যাঙ্কের তরফে সম্মাননা গ্রহণ করেন সাইদুল ইসলাম বড়ভূইয়া, রাজেশ গোয়ালা ও অজয় কুমার চৌহান।

দু'টি ব্লাড সেন্টারের ইনচার্জ ও কর্মীদের সম্মাননা প্রদান হৃদয়ের

এছাড়াও দীর্ঘকাল থেকে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত স্মাইল এনজিওর সভাপতি সুরজিৎ সোমকে সংবর্ধনা প্রদান করা হয়। নিজে রক্তদান করা এবং রক্তদানে উৎসাহ দেওয়ার অপরিসীম অবদানের জন্য সুবীর ধরকে সংবর্ধনা জানায় হৃদয়।

সংবর্ধনা প্রদানের উপস্থিত ছিলেন উপদেষ্টা কল্যাণকুমার চক্রবর্তী, সভাপতি গুণজ্যোতি দত্ত সম্পাদক কৃষ্ণ কংস বণিক সংস্কৃতিক সম্পাদক প্রদীপ পাল ও সদস্যা অনামিকা পাল বনিক।

দু'টি ব্লাড সেন্টারের ইনচার্জ ও কর্মীদের সম্মাননা প্রদান হৃদয়ের

এ দিন কাছাড় ক্যান্সার হাসপাতালে হৃদয়ের তরফ থেকে চারজন রক্তদাতা রক্তদান করেন। তাঁরা হলেন নেতাজি যুব ছাত্র সংস্থার সম্পাদক দিলু দাস, বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, হৃদয়ের সম্পাদক কৃষ্ণ কংস বণিক ও কেশব পাল।

Spread the News
error: Content is protected !!