জন্মদিনে বন্যাক্রান্তদের রেশন কিট বিতরণ দানিস ফাউন্ডেশনের সভাপতির

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ জুন : লায়ন্স ক্লাব অব শিলচর সদস্য তথা দানিস ফাউন্ডেশনের সভাপতি নবিনা সুলতানা মজুমদার তাঁর ৪৬তম জন্মদিন উপলক্ষে বানবাসী পরিবারের মধ্যে রেশনকিট বিতরণ করেন। শনিবার শিলচর মধুরবন্দ এলাকায় সদ্য বন্যাক্রান্ত প্রায় একশোটি বানবাসী পরিবারের মধ্যে রেশন কিট বিতরণ করেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি নবিনা সুলতানা মজুমদার বলেন, তিনি দীর্ঘ বছর থেকে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সমাজের কাজ করতে খুবই ভালোবাসেন।

জন্মদিনে বন্যাক্রান্তদের রেশন কিট বিতরণ দানিস ফাউন্ডেশনের সভাপতির

এদিন সহযোগিতায় ছিলেন সম্পাদক রফিউল ইসলাম বড়ভূইয়া, মৌসুফ আহমেদ মজুমদার, নেওয়াজ রসুল মজুমদার, সাজিদ মজুমদার, জাবির মজুমদার প্রমুখ। উল্লেখ্য, প্রচারবিমুখ নবিনা মজুমদার ১৪ বছর থেকে এভাবে প্রত্যেকটি জন্মদিনে দুঃস্থদের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছেন।

Spread the News
error: Content is protected !!