শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশসুপারের দৃষ্টি আকর্ষণ ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুন : শিলচরের বর্তমান পরিস্থিতি ও শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশসুপারের দৃষ্টি আকর্ষণ করল অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স-ড্রাইভার অ্যাসোসিয়েশনের। শুক্রবার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার সুরাহা করতে পুলিশসুপারের কাছে আবেদন জানানো হয়। অ্যাসোসিয়েশনের তরফে সভাপতি তাহির আহমেদ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান, ছোট পরিসরের রাস্তাঘাট, যেখানে সেখানে বাইক পার্কিং, অবৈধভাবে ফুটপাত দখল, যত্রতত্র যাত্রীদের উঠানামা ইত্যাদি নানা সমস্যার কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্ট, ক্যাপিটাল পয়েন্ট, রাঙ্গিরখাড়ি, মেডিক্যাল রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিত্যদিন যাত্রীদের উঠা-নামা করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।

শহরের যানজট সমস্যা নিয়ে পুলিশসুপারের দৃষ্টি আকর্ষণ ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের

সমস্যা এখানেই শেষ নয় অনেক সময় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা অটো চালকদের উপর অবৈধভাবে ২ হাজার টাকা করে নো-পার্কিং ই-চালান ধরিয়ে দেন। ফলে অটো চালকদের ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের রোজগার তলানিতে গিয়ে জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। অন্যান্য বিভিন্ন সমস্যা ও নানা প্রসঙ্গ তুলে ধরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিভাগীয় কর্তৃপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার দাবি জানানোর পাশাপাশি শহরের বর্তমান পরিস্থিতি সহ যানজট সমস্যার নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

Spread the News
error: Content is protected !!