১.৮১ কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত, ধৃত ৬ চাম্পাইয়ে

বরাক তরঙ্গ, ১৩ জুন : পূর্ব মিজোরামের চাম্ফাই জেলায় টহল দেওয়ার সময় আসাম রাইফেলসের কর্মীরা কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে ১.৮১ কোটি টাকার চোরাচালান করা সুপারি বাজেয়াপ্ত করেছে এবং ছয়জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের জওয়ান এবং শুল্ক কর্মকর্তারা পূর্ব মিজোরামের চাম্ফাই জেলার মুয়ালকাউইতে একটি এলাকায় টহল শুরু করেন। যৌথ অভিযানে ছয়জনকে আটক করে এবং পুঙ্খানুপুঙ্খ তল্লাশির পর সন্দেহভাজনদের কাছ থেকে ১.৮১ কোটি টাকা মূল্যের ৩৮৬ ব্যাগ (৩০,৮৮০ কেজি) চোরাচালান সুপারি উদ্ধার করে।

অভিযুক্তদের, বাজেয়াপ্তকৃত সুপারি সহ, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাম্ফাইতে কাস্টমস প্রিভেনটিভ ফোর্সের কাছে হস্তান্তর করা হয়েছে।

১.৮১ কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত, ধৃত ৬ চাম্পাইয়ে
Spread the News
error: Content is protected !!