দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, মূহ্যমান মোদি
১৩ জুন : এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং স্থল পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পাশাপাশি সরেজমিনে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে বিমানের একমাত্র ব্যক্তি সহ ভবন ভেঙে পড়ে আহতদের সঙ্গে দেখা করার পর আমেদাবাদ সিভিল হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন মোদি। সেসময় অত্যন্ত ধীর গতিতে হাঁটছিলেন। চোখ ছিল সর্বদা মাটির দিকে। সূত্রের খবর হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি কান্নাভেজা চোখ মুছছিলেন। তিনি যে কতটা মূহ্যমান তা স্পষ্ট।

২৪২ জনের মধ্যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের ২৪১ জনই মারা যান। কোনওভাবে বেঁচে যান বিশ্বাসকুমার রমেশ নামে ৪০ বছরের ব্যক্তি। এদিন তাঁর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। গতকাল তাঁর সঙ্গে দেখা করে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দেখা করলেন প্রধানমন্ত্রী।
এদিন সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু, কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর মোহল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি প্রমুখ।
এ দিকে, হোস্টেলের ভিতর এখনও বিমানের যে মুখ তা আটকে রয়েছে। একটি অংশ পড়ে রয়েছে ওই বিল্ডিংয়ের পাঁচিলের ভিেতরে। পাঁচিলও পুরো ভেঙে গিয়েছে। এক ব্যক্তি বলেছেন, যখন ওই ঘটনা ঘটে তারপরে এমন আওয়াজ আর চারিদিক কাঁপতে থাকে যেন মনে হয়ে ভূমিকম্প হচ্ছে আর সব যেন ভেঙে পড়ছে।’
