শিলচরে ফের করোনা, তৈরি আইসোলেশন বেড, জানালেন অধ্যক্ষ

বরাক তরঙ্গ, ১২ জুন : তিন বছরের মাথায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ধরা পড়ল কোভিড -১৯। বুধবার শনাক্ত হল করোনা পজিটিভ এক রোগী।

কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিক্যালে সর্তকতা জারি করা হয়েছে। মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। দু’দিন ধরে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। বুধবার হাসপাতালে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে।

শিলচরে ফের করোনা, তৈরি আইসোলেশন বেড, জানালেন অধ্যক্ষ

এ দিকে, দিল্লি মুম্বাই সহ দেশের কিছু শহরে করোনা রোগীর সংখ্যা কয়েকদিন ধরে বাড়ছিল। এ নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছেন মানুষ। এই অবস্থায় বরাক উপত্যকায় বিশেষ করে শিলচর মেডিক্যালে নতুন করে ফের একজন করোনা আক্রান্ত হওয়ায় বেড়ে তুলল আতঙ্কের মাত্রা।

এ ব্যাপারে জানতে চাইলে মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত বলেছেন, পজিটিভ হওয়া রোগীর শরীরে করোনার কোনও লক্ষণ নেই। অর্থাৎ এসিমটোমেটিক। তাঁকে বিশেষ যত্নে মেডিক্যালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ২০টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪টি আইসোলেশন আইসিইউ।
ডাঃ গুপ্ত এও জানান, ভালো খবর হল, রোগীর জ্বর কমেছে। মেডিসিন বিভাগের চিকিৎসকরা কোভিড প্রটোকল মেনে তাঁর চিকিৎসা করছেন। ওষুধ হিসেবে তাঁকে প্যারাসিটামল দেওয়া হয়েছে।  তিনি বলেন, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ছাত্রটির নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) অথবা আইসিএমআর অনুমোদিত ডিব্রুগড়ের লাহোয়ালের কোভিড-১৯ টেস্টিং ল্যাবরেটরিতে।

শিলচরে ফের করোনা, তৈরি আইসোলেশন বেড, জানালেন অধ্যক্ষ

অধ্যক্ষ বলেছেন, করোনা নিয়ে সেই ভাবে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। তবে সাধারণ জনতাকে কোভিড বিধি মেনে চলতে হবে। মানতে হবে মেডিক্যালেও। নতুন করে পজেটিভ রোগী ধরা পড়ার পরিপ্রেক্ষিতে মেডিক্যালে কি এখন নমুনা পরীক্ষা শুরু হবে জানতে চাইলে জবাবে অধ্যক্ষ বলেছেন, যেহেতু কোভিড-১৯ প্রটোকল এবং কোভিড বিধি আগে থেকেই জারি রয়েছে ফলে সরকারের গাইডলাইন মেনে টেস্টের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

Spread the News
error: Content is protected !!