উধারবন্দের বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

বরাক তরঙ্গ, ১১ জুন : উধারবন্দের পানগ্ৰামে এপিডিসিএল-র বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে  (ডিএসএস.) সংঘটিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে।

এপিডিসিএল থেকে জানানো হয়েছে অগ্নিকাণ্ডে একটি ৫ এমভিএ পিটিআর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া  স্টেশনের বিতরণ ট্রান্সফরমার (ডিটিআর), ১১ কেভি ইয়ার্ড, সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। ফলে আগামী কয়েকদিন উধারবন্দ, দুধপাতিল, পালোরবন্দ, মাঝাগ্রাম, শালগঙ্গা সহ আশপাশের  এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা রয়েছে।

উধারবন্দের বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি
Spread the News
error: Content is protected !!