লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট যুবক, মামলা

বরাক তরঙ্গ, ১০ জুন : এক লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল  এক যুবক। ঘটনাটি ঘটেছে শহরতলীর চেংকুড়ি নেতাজি পল্লীতে। ক্ষুধা লেগেছে বলে এক পরিচিত মহিলার ঘরে ঢুকে ব্যাগ থেকে নগদ ১লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে পালায় দেবা দাস নামের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে ওয়াচপস্টে একটি মামলা দায়ের করেন নেতাজি পল্লীর বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য।

ঘটনার বিবরণ রঞ্জিতা ভট্টাচার্য জানান, তিনি ক্যাটারিং কাজের একটি ঠিকা পেয়ে ১ লক্ষ টাকা অগ্রীম নিয়েছিলেন একটি অনুষ্ঠানের বাজার করার জন্য। টাকা নিয়ে তিনি চেংকুড়ি নেতাজি পল্লীর নিজ ঘরে পৌঁছে একটি ব্যাগে টাকা সহ সোনার মঙ্গলসূত্রটি রাখেন। তিনি রান্নার কাজে সঙ্গে নেওয়া মহিলার ছেলে দেবা দাস ক্ষুধা লাগার বাহানা করে ঘরে গিয়ে কিছু খাবার চায়। দেবা মেহেরপুর বটেরতলের বাসিন্দা। রঞ্জিতা ভট্টাচার্য রান্না ঘরে খাবার এনে দেখেন তার হাত ওই টাকার ব্যাগের উপর। তখন তিনি কিছু বলতে না বলতে দেবা স্কুটি নিয়ে পালিয়ে যায়। অসহায় রঞ্জিতা কোনও উপায় না পেয়ে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে ওয়াচপোস্টে একটি মামলা দায়ের করেন। চুরি হওয়া অর্থ ও স্বর্ণালংকার তদন্ত সহকারে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবককে আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট যুবক, মামলা
Spread the News
error: Content is protected !!