২৯ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মাননা সেবা’র

বরাক তরঙ্গ, ৮ জুন : ‘সেবা’ সামাজিক সংস্থার পক্ষ থেকে ২৯ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মাননা জানানো হল রবিবার। সকাল ১১টায় স্থানীয় ইটখোলা ক্লাব ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এই অঞ্চলের মোট ২৮ জন ছাত্রছাত্রী এবং এমএ পরীক্ষায়  স্বর্ণপদক অর্জনকারী এক ছাত্রীকে শুভেচ্ছা স্মারক ও উপহার দিয়ে উৎসাহিত করা হয়। সংগঠনের সভাপতি বিজেন্দ্রপ্রসাদ সিঙের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রাক্তন অধ্যাপক  সন্তোষ চক্রবর্তী, অধ্যাপক জয়দীপ পাল, বিসি রায় মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক উদয় সিং, প্রাক্তন শিক্ষক সুব্রত চৌধুরী, শিক্ষিকা মধুছন্দা চৌধুরী ও শিক্ষক কাঞ্চন সিং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ছাত্রছাত্রীদের এই সাফল্যকে প্রশংসিত করে তাঁরা নিজেদের উৎসাহ ব্যঞ্জক বক্তব্যের মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়ে কৃতীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সভার শুরুতে সম্মানিত অতিথিদেরে উত্তরীয় দিয়ে বরণ করে তাঁদের হাতে উপহার তুলে দেন সংস্থার সদস্যরা। সংগঠনের সভাপতি হিসেবে সম্মানিত অতিথিবৃন্দ, সংবর্ধিত ছাত্রছাত্রী সহ অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভাবে সাহায্য প্রদানের জন্য সাংস্কৃতিক কর্মী প্রণব কল্যাণ দে এবং অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি।

২৯ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মাননা সেবা’র
Spread the News
error: Content is protected !!