কাশিপুরে ত্রাণ সামগ্রী বিতরণ রংপুর জেলা পরিষদ সদস্যার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জুন : কাশিপুর বল্লভভাই প্যাটেল হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রংপুর জেলা পরিষদ সদস্যা জোনাকি দাস। শুক্রবার শিবিরে আশ্রয় নেওয়া ১০৫টি বন্যাক্রান্ত পরিবারের মধ্যে আটা, ডাল, তেল, লবণ, সোয়াবিন, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দুঃস্থ পঁচিশ জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

কাশিপুরে ত্রাণ সামগ্রী বিতরণ রংপুর জেলা পরিষদ সদস্যার

এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে জেলা পরিষদ সদস্যা জোনাকি দাস বলেন, সাম্প্রতিক বন্যায় রংপুর জেলা পরিষদ আসনের অনেক লোক বন্যাক্রান্ত হয়েছেন। ১০৫টি পরিবারের মধ্যে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এর আগে রংপুর, দুধপাতিল, গঙ্গাপুর ইত্যাদি এলাকার প্রায় সাত শতাধিক বন্যাক্রান্তদের ত্রাণ বিতরণ করেন তিনি। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি কাশিপুর মণ্ডল সভাপতি রত্নদীপ দাস, বরিষ্ঠ নাগরিক সাহাবুদ্দিন বড়ভূইয়া। সহযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজেশ কুমার রাই, শিক্ষক এসএম শিবলি মজুমদার।

কাশিপুরে ত্রাণ সামগ্রী বিতরণ রংপুর জেলা পরিষদ সদস্যার
Spread the News
error: Content is protected !!