ঈদের আগের দিন গাজায় ভয়াবহ হামলা, মৃত ৯০

৬ জুন : ঈদের আগের দিন গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আরব চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী মধ্যপ্রাচ্যে যখন ঈদ-উল আজহা উদযাপনের প্রস্তুতি চলছিল, তখন গাজার বাসিন্দাদের জন্য তা পরিণত হয় মৃত্যুর বিভীষিকায়। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইজরায়েলের চালানো বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ১৮৯ জন। শুক্রবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার রাতে জানানো হয়, ঈদের পূর্বদিনের হামলায় নিহতদের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে এবং আহত হয়েছেন ১৮৯ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ চলছে, কিন্তু তীব্র নিরাপত্তা হুমকি ও সরঞ্জামের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে।”

এ দিকে, বৃহস্পতিবার গাজায় এক ভয়াবহ ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন, যাদের মধ্যে রয়েছেন চারজন সাংবাদিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ঈদের আগের দিন গাজায় ভয়াবহ হামলা, মৃত ৯০
Spread the News
error: Content is protected !!