চাকই সিং মণিপুরি এমই স্কুল জলমগ্ন

বরাক তরঙ্গ, ২ জুন : সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত রাঙ্গিরঘাট তৃতীয় খন্ডে অবস্থিত চাকই সিং মণিপুরি এমই স্কুলে বন্যার জল ঢুকে প্রায় তিন ফুট পরিমাণ। প্রধান শিক্ষক এন ধীরেন সিংভ ও চতুর্থ শ্রেণীর কর্মী সেলিম উদ্দিন লস্কর এর তৎপরতায় স্কুলের ফার্নিচার সামগ্রী ও জরুরি কাগজ ফাইল পত্র  বন্যার কবল হইতে রক্ষা করে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয় এবং কিছু সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, বলিয়া জানান প্রধান শিক্ষক। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনিচ্ছাকৃতভাবে ছাত্রছাত্রীদের এইভাবে পড়াশুনা বন্ধ হওয়ার কারণে দুঃখ প্রকাশ করেন ষসষঅ প্রধান শিক্ষক। উল্লেখ্য যে সোনাই পূর্বাঞ্চলে সুন্দর ও সুষ্ঠু পরিবেশর একটি ঐতিহ্যবাহী স্কুল।

Spread the News
error: Content is protected !!