সোনাইয়ে বিঘা বিঘা জমির সবজি ক্ষেত জলের তলায়, মাথায় হাত কৃষকদের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ জুন : প্রলয়ঙ্করী বন্যার কবলে কৃষি প্রধান অঞ্চল সোনাই। এরফলে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাক-সবজির ফসল। সোনাইর কৃষি ক্ষেতের জমিগুলো বন্যার জলে প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের। কৃষি কাজ শেষ করে ফসল উৎপাদনের সময়ে টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের সবজির কৃষি ক্ষেত। সোনাই বিধানসভা কেন্দ্রে ধনেহরি গ্রামের কৃষি ক্ষেতের জমি বরাক নদীর বন্যার জলের কবলে রয়েছে।

এছাড়া নিয়াইরগ্রাম, বাগপুর, সাতকরাকান্দি, ঝাঞ্ঝারবালি, কাপ্তানপুর অঞ্চলের সবজি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে। সোমবার বন্যার জলে কৃষি ক্ষেত নষ্ট হওয়ার চিত্র তুলে ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান স্থানীয় সমাজসেবী যুবক মাহমদ হোসেন লস্কর সহ ক্ষতিগ্রস্ত কৃষক যথাক্রমে হাসান আহমেদ বড়ভূইয়া, রশিদ আহমেদ চৌধুরী, আব্দুল সালাম বড়ভূইয়া, পুতুল আহমেদ বড়ভূইয়া, সাজান আহমেদ বড়ভূইয়া, সহিদ আহমেদ বড়ভূইয়া, নজমুল হক বড়ভূইয়া, ফারুক আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা।
