জলের তলায় পাথারকান্দি পোস্ট অফিস, বাঁধ ভেঙে ডুবল শহরের অধিকাংশ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২ জুন : ভয়াবহ বন্যার কবলে পড়ে কার্যত জলের নিচে তলিয়ে গেল পাথারকান্দির পোস্ট অফিস। আচমকাই পোস্ট অফিস সংলগ্ন লঙ্গাই নদীর একটি বাঁধ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে নদীর উথালপাথাল জল ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে, আর সেই জলে প্লাবিত হয়ে পড়ে এই বহু পুরনো, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিস।
রবিবার ছিল ছুটির দিন। ফলে গোটা ঘটনাটি প্রথমে কারও নজরেই আসেনি। কিন্তু সোমবার সকালে নদীর ভাঙনের খবর পেয়ে চমকে ওঠেন দপ্তরের কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে এসে দেখেন, ইতিমধ্যেই পোস্ট অফিস চত্বর জলে ডুবে গিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, অফিসের ভিতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং যন্ত্রপাতি পুরোপুরি জলের নিচে তলিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সরকারি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেন। জলের তোড়ে ভেসে যাওয়ার আগেই কোনরকমে উদ্ধার করা হয় অফিসে রাখা কম্পিউটার, বেশকিছু হিসেবপত্র, স্ট্যাম্প, রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় নথি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বহু গুরুত্বপূর্ণ ফাইল, গ্রাহকের আবেদনপত্র, এবং ব্যাঙ্কিং সংক্রান্ত দলিল ইতিমধ্যেই জলে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।
স্থানীয় মানুষের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এই ধরনের দুর্যোগের আশঙ্কা থাকলেও কোনও স্থায়ী প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পোস্ট অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে গ্রামীণ মানুষের আর্থিক নিরাপত্তার আশ্রয়, সেখানে বারবার এমন বিপর্যয় সাধারণ মানুষের আস্থায় ধাক্কা দিচ্ছে।

এ দিকে, শহরের বহু এলাকা জলমগ্ন। রাস্তাগুলোতে কোমর জল। চরম দুর্ভোগের মুখে পড়েছেন জনতা।