শুক্রবার শ্রীভূমি সফর মন্ত্রী কৌশিক রায়ের

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ মে : রাজ্যের খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শুক্রবার  শ্রীভূমি জেলা সফর করবেন। শুক্রবার সকাল ১১টায় শ্রীভূমি পৌছে, সকাল সাড়ে ১১টায় মন্ত্রী শ্রীভূমির জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করবেন।

ওইদিন বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তারপর বিকাল সাড়ে ৪টায় পুরসভা কার্যালয়ে এক বৈঠক এবং বিকাল সাড়ে ৫টায় ব্যক্তি, বিভিন্ন এনজিও ও সংস্থার সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার শ্রীভূমিতে রাত যাপন করে পরদিন সকাল সাড়ে ৯টায় মন্ত্রী লক্ষীপুর ফিরে যাবেন।

শুক্রবার শ্রীভূমি সফর মন্ত্রী কৌশিক রায়ের
Spread the News
error: Content is protected !!