ইউএসটিএম অধ্যক্ষ মহবুবুল হকের ওবিসি সার্টিফিকেট জাল, মামলা
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : ইউএসটিএম অধ্যক্ষ মহবুবুল হকের অন্যান্য অনগ্রসর শ্রেণির সার্টিফিকেট জাল ছিল। জালিয়াতি করে সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন। মুখ্যমন্ত্রী নিজেই মহবুবুল হকের জাল সার্টিফিকেটের মিডিয়ার কাছে প্রকাশ করেছেন। হকের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেন তিনি। করিমগঞ্জের জেলা কমিশনার মুখ্যমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিবের কাছে বিশদ বিবরণ পাঠিয়েছেন ২৭ আগস্ট একটি চিঠি। E 49712/DFA 289289 নং চিঠিতে বলা হয়, করিমগঞ্জ জেলার পাথরকান্দি থানার পূর্বগোল গ্রামের মৃত ইব্রাহিম আলির ছেলে মহবুবুল হক গত ২৪ আগস্ট এমন একটি সার্টিফিকেট সংগ্রহ করেন।
এ দিকে, করিমগঞ্জ জেলার পাথারকান্দির দোহালিয়ার বাসিন্দা ইব্রাহিম আলির ছেলে মেহবুবুল হক ১৯৯২ সালে ওবিসি সার্টিফিকেট লাভ করেন। ১৯৯২ সালের ২৪ আগস্ট সার্টিফিকেটে স্বাক্ষর করেন করিমগঞ্জের তৎকালীন জেলাশাসক। এরপর দীর্ঘদিন অতিবাহিত হয়। বুধবার করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মেহবুবুল হকের বিরুদ্ধে ভুয়ো ওবিসি সার্টিফিকেট প্রদান সংক্রান্ত এক এফআইআর দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে ওবিসি সার্টিফিকেটটি ১৯৯৬ সালের ২০ বাতিল করা হয়েছিল।কিন্তু তারপরও নিজেকে ওবিসি সম্প্রদায়ভুক্ত বলে বিভিন্ন সুযোগ লাভ করেন মেহবুবুল হক।ফলে এবার ভুয়ো সার্টিফিকেট প্রদানের দায়ে মেহবুবুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানান জেলাশাসক মৃদুল যাদব।