মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, এনকাউন্টারে খতম মাওবাদী নেতা

২৬ মে : নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হল আরও এক মাওবাদীর। ঝাড়খণ্ডের লাতেহারের ঘটনা। রবিবার থেকে লাতেহারে মাওবাদী দমনে অভিযান শুরু হয়েছে। গতকাল গভীর রাতে মহুয়াদনার থানার দৌনা এবং করমখরের মাঝে শুরু হয় এনকাউন্টার। সোমবার সকাল পর্যন্ত চলা ওই সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছে। যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পালামৌর ডিআইজি ওয়াইএস রমেশ মাওবাদী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে আরও একজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে দুটি স্বয়ংক্রিয় রাইফেলও উদ্ধার হয়েছে।

ডিআইজি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মণীশ যাদব নামে এক মাওবাদী নিহত হয়েছে। আরেক মাওবাদী কুন্দন খেরওয়ারকে গ্রেফতার করা হয়েছে।’ এনকাউন্টারের পর তল্লাশি অভিযান চলছে এলাকায়।

মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা, এনকাউন্টারে খতম মাওবাদী নেতা
Spread the News
error: Content is protected !!