তেলিখালে ভয়ঙ্কর দুর্ঘটনা, থেমে থাকা গাড়িতে বাইকের ধাক্কা, হত ১

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ মে : হৃদয়বিদারক! বন্ধু নয়া বাইকে উঠে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক। দু’দিন আগেই বাইকটি কিনে ছিলেন জয়দীপ রায়। রবিবার রাতে বন্ধু অমিতকে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন।  রাতাবাড়ি তেলিখালে পৌঁছলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তাঁরা। ইটভাটার সামনে সড়কের উপর থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা মারে তাঁদের বাইক। সংঘর্ষ এত ভয়ঙ্কর ছিল ঘটনাস্থলে প্রাণ হারান অমিত। তাঁর মাথা থেঁতলে যায়।

তেলিখালে ভয়ঙ্কর দুর্ঘটনা, থেমে থাকা গাড়িতে বাইকের ধাক্কা, হত ১

জয়দীপ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে হাসপাতালে পাঠালে সেখান থেকে স্থানান্তর করা হয় শিলচর মেডিক্যালে। তার মাথায় হেলমেট থাকায় প্রাণ রক্ষা হয়। তবে তাঁর অবস্থায়ও সঙ্গীন। জয়দীপ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সরিষা ব্রাঞ্চের সিএসপির কর্ণধার। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ছবি ফেসবুক থেকে নেওয়া।

তেলিখালে ভয়ঙ্কর দুর্ঘটনা, থেমে থাকা গাড়িতে বাইকের ধাক্কা, হত ১

Author

Spread the News