কাবুগঞ্জে সহজ জয় পেল লায়লাপুর
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ মে : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবলে সহজ জয় পেল লায়লাপুর এফসি। ৪-০ গোলে তার হারায় শুকতলা এফসি-কে। লক্ষ্মীচরণ হাইস্কুলের খেলার মাঠে লায়লাপুর এফসির দাপটে এক ম্যাচ এক পেশে হয়ে যায়। ২৪ মিনিটে লায়লাপুরের খাতা খোলেন সবিল। ৩৮ ও ৪৪ মিনিটে জোড়া গোল করেন সাইদুল হক এবং ৫৮ মিনিটে আকতার। ম্যাচ সেরা হন লায়লাপুর সাইদুল হক্ব।
এদিন ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, কমরুজ্জামান লস্কর ও জাফর বড়ভূইয়া। আগামীকাল কৃষ্ণপুরের মুখোমুখি হবে মঙ্গলপুর এফসি।
