আসাম রাইফেলসের উদ্যোগে কদমতলায় রক্তদান শিবির

বরাক তরঙ্গ, ২৩ মে : আসাম রাইফেলস ও এসএম দেব সিভিল হাসপাতাল শিলচর ব্লাড সেন্টারের সহযোগিতায় মণিপুরের জিরিবাম জেলার কদমতলা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করে। বৃহস্পতিবার আয়োজিত ক্যাম্পের উদ্দেশ্য ছিল স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরী অবস্থায় রক্তের অব্যাহত প্রাপ্যতা নিশ্চিত করা।

আসাম রাইফেলসের উদ্যোগে কদমতলায় রক্তদান শিবির

এই শিবিরে সমাজের সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মণিপুর পুলিশ, সিআরপিএফ এবং অল মণিপুর ছাত্র ইউনিয়ন ও বন বিভাগের মতো সংগঠনগুলি সামিল হয়ে মোট ৬০ ইউনিট রক্তদানে সহযোগিতা করেছে। দাতাদের তাদের মহৎ কাজের জন্য শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়।

আসাম রাইফেলসের উদ্যোগে কদমতলায় রক্তদান শিবির
Spread the News
error: Content is protected !!