কাটিগড়া থেকে ছয়দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার

বরাক তরঙ্গ, ২৩ মে : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর তৃতীয় খণ্ড এলাকা থেকে ছয়দিন ধরে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ। গত ১৮ মে, রবিবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, আত্মীয়স্বজনদের কাছে খোঁজ করেও কোনও তথ্য না মেলায়, অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে।

নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তাঁর পাঁচ বছরের শিশুকন্যা বাবার বাড়িতেই ছিল। এ ঘটনার পর পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। যমুনা দে সংবাদমাধ্যমের মাধ্যমে কাতর আবেদন জানিয়েছেন, কেউ যদি নন্দিতার সন্ধান পান, তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। যোগাযোগের নম্বর: 6900449585 / 8135930002। কাটিগড়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

কাটিগড়া থেকে ছয়দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার
Spread the News
error: Content is protected !!