শনিবার থেকে শুরু হচ্ছে ডিএসএ-র ক্যারম প্রতিযোগিতা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : শনিবার থেকে শুরু হচ্ছে ডাঃ সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল প্রাইজ মানি ক্যারম কম্পিটিশন। সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক শিলচর ডিএসএ-র কর্মকর্তারা। তারা জানান, দুদিনের এই টুর্নামেন্টে নাম লেখানো যাবে শনিবার খেলা শুরু হওয়ার আধঘন্টা আগে।  খেলা হবে আন্তর্জাতিক নিয়মানুযায়ী। নিদৃষ্ট আসনে বসে খেলতে হবে এবং খেলোয়াড়দের স্পোর্টিং ড্রেসকোড মেনে খেলতে হবে। যদি কোন খেলোয়াড় ম্যাচ চালিয়ে যেতে না চান তবে তাঁর প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে দেয়া হবে। তবে খেলায় রেফারির কোন সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ, ক্যারম বোর্ড ও আলো ইত্যাদির ব্যাপারে অভিযোগ জানানো যাবে না।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার বিকাল ৪টায়। প্রতিটি ম্যাচে রিপোর্ট করতে হবে তিরিশ মিনিট আগে। টুর্নামেন্টের বয়স গ্রুপের মধ্যে অনূর্ধ্ব ১৫ বছর বালক সিঙ্গেল, ম্যান ওপেন সিঙ্গেল এবং ম্যান ওপেন ডাবলস বিভাগে খেলা হবে। একজন প্রতিযোগী দু’টি বিভাগের বেশি খেলতে পারবেন না। বয়সের বিভাগে বয়সের প্রমাণপত্র আবশ্যিক।  টুর্নামেন্টের পুরস্কার বিতরণ হবে সোমবার বিকাল ৬টায়। জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর হলে। এদিন ডিএসএ-র প্রতিষ্ঠা দিবসও বটে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, এজিএস আদার্স অজয় কুমার রায়, সচিব (ইন্ডোর ব্রাঞ্চ) অনিমেষ চন্দ এবং স্পন্সরার সীমান্ত ভট্টাচার্য।

শনিবার থেকে শুরু হচ্ছে ডিএসএ-র ক্যারম প্রতিযোগিতা
Spread the News
error: Content is protected !!