জমাজলে হাবুডুবু শ্রীভূমি শহরবাসীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ মে : জমাজলে হাবুডুবু খাচ্ছেন শ্রীভূমি শহরবাসী। জেলা সদরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার  সড়কে জমাজলে নাজেহাল হতে হয় শহরবাসীকে। মেন রোড, ব্রজেন্দ্র রোড, রমণী রোড, রামকৃষ্ণ মিশন রোড, লক্ষ্মীচরণ রোড-সহ অন্যান্য এলাকা রীতিমতো জলের তলায় ডুবে যায়। শুরু হয় মাস্টার ড্রেন নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক। বৃষ্টি হলেই কৃত্রিম বন্যা। চিরাচরিত এই অভিজ্ঞতা থেকে যেমন সাধারণ মানুষ পরিত্রাণ পাচ্ছেন না, তেমনই করিমগঞ্জ থেকে নাম বদল করে শ্রীভূমি হলেও সমস্যার সমাধান হচ্ছে না।

বুধবার রাতের বৃষ্টিতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা সদরের সিংহভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শহরের অনেক এলাকা কৃত্রিম বন্যার রূপ ধারণ করে। ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের হেনস্তা হাতে হয়। বৃহস্পতিবার জমা জলের বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়।

জমাজলে হাবুডুবু শ্রীভূমি শহরবাসীর
Spread the News
error: Content is protected !!