টাকা ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই মহিলা, উদ্ধার

বরাক তরঙ্গ, ২২ মে : গুয়াহাটিতে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। একের পর এক অপরাধ সংঘটিত হয়েছে। পকেটমার থেকে শুরু করে ডাকাতি, চুরি ও সহিংসতার ঘটনা প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। এবার অপরাধমূলক কাণ্ডটি ঘটেছে গণেশগুড়ি। বুধবার রাত ১০টায়, গণেশগুড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল।

২৪ বছর বয়সী সাহিল বাসফর নামে এক যুবক তিনসুকিয়া থেকে গুয়াহাটিতে কাজের জন্য এসেছে। গণেশগুড়ি ফ্লাইওভারের নিচে হাঁটার সময়, প্রথমে তার কাছে একটি মহিলা আসে। কিছুক্ষণ পর, আরেকটি মহিলা এসে ছুরি উঁচিয়ে তার কাছ থেকে প্রায় ১৮,০০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

টাকা ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই মহিলা, উদ্ধার

হঠাৎ, কী ঘটল যে যুবকটি নিজেকে ধরে রাখতে পারল না? অসহায় যুবকটি তৎক্ষণাৎ দিসপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেন। ঘটনার বিষয়ে, ডিসপুর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতের বেলায় দুই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে।

দিসপুর পুলিশ দুই অভিযুক্ত মহিলার কাছ থেকে চুরি হওয়া ১৮,০০০ টাকা উদ্ধার করে।

টাকা ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই মহিলা, উদ্ধার

Author

Spread the News