সোনাই কাজিডহর থেকে জালনোট সহ আটক ১

বরাক তরঙ্গ, ২১ মে : ফের জালনোট ধরা পড়ল। সোনাই পুলিশ জালনোট সহ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার শিলচর-আইজল জাতীয় সড়কের কাজিডহর সংলগ্ন এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার জালনোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তি সোনাইয়ের নগদীরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা সেলিম উদ্দিন বড়ভূইয়া। জালনোটের বান্ডিলে ৫০০ টাকার ১২৬টি জালনোট ছিল। মোট ৬৩ হাজার টাকা।

সোনাই কাজিডহর থেকে জালনোট সহ আটক ১
Spread the News
error: Content is protected !!