স্কুলবাসে বিস্ফোরণ, নিহত অন্তত ছয়জন

২১ মে : পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন শিশু, বাসচালক ও তাঁর সহকারী রয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩৮ জন। ঘটনাটি ঘটেছে বুধবার।

বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি জানান, আর্মি পাবলিক স্কুলের ওই বাসটি সকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ‘গাড়ি-আইইডি’ বিস্ফোরণে হামলা হয়। তিনি আরও জানান, মারাত্মক আহত শিক্ষার্থীদের কুইটায় নিয়ে যাওয়া হয়েছে।

এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তান সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার জন্য “ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী”দের দায়ী করেছেন, যদিও কোনও প্রমাণ প্রকাশ করা হয়নি। ভারত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে, এবং সম্প্রতি আবারও হামলার ঘটনা বেড়েছে। তবে স্কুলশিক্ষার্থীদের লক্ষ্য করে হামলার ঘটনা সেখানে বিরল। এটি বালোচিস্তানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

স্কুলবাসে বিস্ফোরণ, নিহত অন্তত ছয়জন
Spread the News
error: Content is protected !!