পরকীয়া! স্ত্রী ও প্রেমিক টেট শিক্ষককে খুন করে পুলিশে আত্মসমর্পণ

বরাক তরঙ্গ, ২১ মে : নৃশংস হত্যাকাণ্ড! পরকীয়া সন্দেহে স্ত্রী ও প্রেমিক টেট শিক্ষককে খুন করে পুলিশে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি। এই লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় কামপুরে। জয়কান্ত দাস নামে এক ব্যক্তি তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে খুন করেন।

পরকীয়া! স্ত্রী ও প্রেমিক টেট শিক্ষককে খুন করে পুলিশে আত্মসমর্পণ

জয়কান্ত বাইরে থাকাকালীন ঘরে ঢুকে স্ত্রী প্রেমিক ভাস্কর নাথ। হঠাৎ, জয়কান্ত দাস উপস্থিত হন ঘরে। তার স্ত্রী এবং প্রেমিক শিক্ষক ভাস্কর নাথ, একই ঘরে দেখে জয়কান্ত দাস রাগে অগ্নিশর্মা হয়ে উঠেন। রাগের মাথায় জয়কান্ত দাস নির্মমভাবে তার স্ত্রী গীতারানি দাস এবং তার প্রেমিক ভাস্কর নাথকে হত্যা করেন। তার স্ত্রী এবং প্রেমিককে হত্যা করার পর, জয়কান্ত দাস ইতিমধ্যেই কামরূপ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছে।

পরকীয়া! স্ত্রী ও প্রেমিক টেট শিক্ষককে খুন করে পুলিশে আত্মসমর্পণ
টেট শিক্ষক।

জানা যায়, স্বামী জয়কান্ত দাস কামপুরে বাইরে কাজ করেন। এবং কামপুরে জয়কান্ত দাসের পরিবার একটি ভাড়া ঘরে বাস করত। জয়কান্ত দাসের পরিবার এবং টেট শিক্ষক ভাস্কর নাথ ভাড়া করা বাড়ির প্রাঙ্গণে বসবাস করতেন।

মৃত শিক্ষক ভাস্কর নাথের বাড়ি মঙ্গলদৈ বলে জানা গেছে। মৃত গীতারানি দাস এবং তার অপরাধী স্বামী আসলে কামপুরের দেব নারিকলির বাসিন্দা।

পরকীয়া! স্ত্রী ও প্রেমিক টেট শিক্ষককে খুন করে পুলিশে আত্মসমর্পণ
Spread the News
error: Content is protected !!