ভাগনসাঙ্গনে আমসুর সভা, গঠন আঞ্চলিক কমিটি

বরাক তরঙ্গ, ২১ মে : ভাগনসাঙ্গনে  সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের (আমসু) এক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার, জেলা কমিটির নির্দেশে ভাগনসাঙ্গন এলাকার গ্লোবাল কোচিং সেন্টারে জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদারের পৌরোহিত্য সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ ২১ সদস্য বিশিষ্ট ভাগনসাঙ্গন গিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আঞ্চলিক কমিটির প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার, সহ-সভাপতি ইয়াহহিয়া আহমদ চৌধুরী সহ-সম্পাদক জাহান চৌধুরী, জহিরুল ইসলাম প্রমুখ।

এদিন বিভিন্ন বক্তারা বলেন, নবগঠিত আমসুর ভাগনসাঙ্গন গিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি এলাকার মানুষের হয়ে কাজ করে যাবে। যেখানেই মানুষ বিপন্ন, সেখানেই আমসুর এই কমিটি ঝাঁপিয়ে পড়বে বলে উল্লেখ করেন তাঁরা।

ভাগনসাঙ্গনে আমসুর সভা, গঠন আঞ্চলিক কমিটি

Author

Spread the News