গুয়াহাটিতে কৃত্রিম বন্যা, চলছে এসডিআরএফের নৌকা, মালিগাঁওয়ে ধস

বরাক তরঙ্গ, ২০ মে : ভারি বৃষ্টিতে বিধ্বস্ত গুয়াহাটি মহানগর। কৃত্রিম বন্যা ও ভূমি ধসে নাজেহাল। সোমবার রাতে ভারি বৃষ্টির পর, গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা আবারও কৃত্রিম বন্যার জলে ডুবে গেছে।

গুয়াহাটি মহানগরে রাস্তায় হাঁটু জল। বিভিন্ন এলাকার বাসিন্দারা কৃত্রিম বন্যার পর অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মহানগরের নাগরিকরা কৃত্রিম বন্যার পরিণামে সংগ্রাম করছেন।

রুক্মিণী গ্রামের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে কৃত্রিম বন্যার কারণে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) রুক্মিণীর প্রধান সড়ক দিয়ে নৌকা চলাচল করছে।

এ দিকে, রাতভর অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার ভোরে গুয়াহাটি মালিগাঁও হিলটপ কলোনিতে ভূমি ধসে রাস্তা বন্ধ হয়ে যায়, যার ফলে বাসিন্দারা আটকা পড়েন।

গুয়াহাটিতে কৃত্রিম বন্যা, চলছে এসডিআরএফের নৌকা, মালিগাঁওয়ে ধস
Spread the News
error: Content is protected !!