কাছাড়ের বদরপুরঘাটে স্থায়ী শহিদবেদির উদ্বোধন

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৯ মে : কাছাড়ের বদরপুরঘাটে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের উল্টো দিকে স্থাপিত হল একটি স্থায়ী শহিদবেদি। লোকনাথ মন্দির পরিচালন সমিতির উদ্যোগে নির্মিত এই শহিদ স্মৃতিস্তম্ভটি ১৯৬১ সালের ১৯ মে ভাষা আন্দোলনে শহিদ হওয়া ১১ জন বাঙালির স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ড. স্বপনকুমার দাস।

কাছাড়ের বদরপুরঘাটে স্থায়ী শহিদবেদির উদ্বোধন

অনুষ্ঠানে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা ১৯ মের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার জন্য প্রাণদান একমাত্র বাঙালিরাই করে দেখিয়েছে।

কাছাড়ের বদরপুরঘাটে স্থায়ী শহিদবেদির উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেডের সিইও মুকেশ আগরওয়াল, বদরপুর পুরসভার চেয়ারম্যান রুবি নাগ, ভাইস চেয়ারম্যান সীতাংশু রায়, সুজিত সাহা, বিজেপি মণ্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্য, কবি ইন্দ্রানী রক্ষিত সরকার, রিমি দত্ত রায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিঞ্জল সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

কাছাড়ের বদরপুরঘাটে স্থায়ী শহিদবেদির উদ্বোধন
Spread the News
error: Content is protected !!