সোনাবাড়িঘাট এমভি স্কুলে পোশাক বিতরণ
বরাক তরঙ্গ, ১৯ মে : ছাত্রছাত্রীদের হাতে পোশাক তুলে দিয়ে নিয়মিত স্কুলে আসার আবেদন জানালেন সোনাবাড়িঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মজিবুর রহমান চৌধুরী। সোমবার স্কুলে আনুষ্ঠানিকভাবে পড়াদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার বই খাতা, পোশাক ইত্যাদি দিচ্ছে শুধুমাত্র আপনারা সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান। তিনি বলেন, স্কুলে বহু পড়ুয়া এখনও অনুপস্থিত রয়েছে। পাঠ্যবই নেওয়ার সময় সবাই এসেছিল ঠিকই কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় এক-তৃতীয়াংশ ছাত্রছাত্রী স্কুলে গরহাজির। তিনি এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা চাইলেন।একইভাবে ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ রাখেন কোন পরিচালন সমিতির সভাপতি সমসুর উদ্দিন আহমেদ।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সহ-সভাপতি নাজিমা বেগম বড়ভূইয়া, সদস্য রাজু মিয়া, শিক্ষক আফজাল হোসেন চৌধুরী, আনারুল বড়ভূইয়া ও হায়দার হোসেন লস্কর। স্কুলের ৪৩১ পড়ুয়ার মধ্যে পোশাক বিতরণ করা হয়।
