১৯ শে মে উপলক্ষে চিত্রকলা আর্ট অ্যাকাডেমির অঙ্কন প্রতিযোগিতা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : ১৯ শে মে মাতৃভাষা শহিদ দিবসকে কেন্দ্র রবিবার শিলচর পঞ্চায়েত রোডের আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুলে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে চিত্রকলা আর্ট অ্যাকাডেমি। প্রতিযোগিতায় ওই স্কুলের ছাত্রছাত্রী সহ প্রায়  ৮০ জন অংশ গ্ৰহন করেন। অঙ্কন প্রতিযোগিতাটি তিনটি গ্ৰুপে অনুষ্ঠিত হয়। এরপর সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে শংসাপ্রত্র ও একটি করে ট্রফি তুলে দেওয়া হয়।

১৯ শে মে উপলক্ষে চিত্রকলা আর্ট অ্যাকাডেমির অঙ্কন প্রতিযোগিতা

এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুদীপ দাস ও আবুল কালাম আজাদ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিল আহমেদ রাজ বড়ভূইয়া।বক্তব্যে চিত্রকলা আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষা রিয়া বণিক বলেন, পড়াশুনার অঙ্গ হিসেবে অঙ্কনকেও ধরা হয়, অঙ্কন ভালোভাবে শিখতে পারলে অঙ্কন শিল্পীদের ভবিষ্যৎও উজ্জ্বল হয়, এটাকে অর্থ উপার্জনের দিকে না নিয়ে একটি শিল্পকলার দৃষ্টিতে দেখার প্রয়োজন রয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ছন্দে- ছন্দে মিউজিক অ্যাকাডেমির প্রধান শিক্ষকা মণিদীপা পাল চৌধুরী এবং সহযোগিতায় ছিলেন চিত্রকলা আর্ট অ্যাকাডেমির শিক্ষিকা রূপাঞ্জনা পাল, রাধিকা বণিক, নিকি সরকার, সানাইয়া সিনহা, মৌমিতা পাল প্রমুখ।

১৯ শে মে উপলক্ষে চিত্রকলা আর্ট অ্যাকাডেমির অঙ্কন প্রতিযোগিতা
Spread the News
error: Content is protected !!