বাজারে আসতে চলেছে ২০ টাকার নতুন নোট
১৭ মে : বাজারে আসতে চলেছে ২০ টাকার নতুন নোট। এমনটা জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। আরবিআই জানিয়েছে নতুন নোটে মহত্মা গান্ধির ছবির পাশাপাশি থাকবে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে। আর নোটের সব ডিজাইন এক রকম থাকবে বলেও জানানো হয়েছে। তবে বাজারে এই মুহূর্তে পুরোনো নোট যা রয়েছে তার জন্য কোন সমস্যা হবে না বলেও মনে করা হচ্ছে।