তারাপুর গাঁও কালী-শীতলা মন্দিরে বার্ষিক উৎসব
বরাক তরঙ্গ, ১২ মে : তারাপুর ইঅ্যান্ডডি কলোনির প্রাচীনতম কালী-শীতলা মন্দিরে বার্ষিক উৎসব আয়োজন করল কমিটি। সোমবার সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মার ৭টি রূপের পূজা করেন উদ্যোক্তারা। সকাল থেকে পূজার্চনা, মঙ্গলারতি,অঞ্জলী প্রদান, ভজন-কির্তন, হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মন্দিরের বার্ষিক উৎসবকে সুন্দর ও সফল করে তোলায় মন্দির কমিটির তরফে অনুপ চৌহান প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে নয়া কমিটির সভাপতি চিত্তরঞ্জন গোয়ালা, সাধারণ সম্পাদক প্রেমচন চৌহান, কোষাধ্যক্ষ অনুপ চৌহান, কার্যকরী সভাপতি শিব শংকর সিং, মতিলাল পাসি, সদস্য রাজকুমার নুনিয়া, লক্ষ্মণ নুনিয়া, মণিরাম গোয়ালা, রাজু চৌহান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ দিন ভোর ছয়টার সময় ভোজপুরি সম্প্রদায়ের মহিলারা নদীর ঘাটে গিয়ে নদীকে বন্দনা করে সেখান থেকে কলস ভর্তি করে কালীমন্দিরে আসেন এবং তারপর পুজো শুরু হয়। বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরো গ্রামের মঙ্গল কামনায় এই পুজো আহবান করেন পূজারী। তারপর একের পর এক অনুষ্ঠান শুরু হয়।

উল্লেখ্য, ১৯৩২ সালের আগে থেকে গ্রাম্য পূজা হিসেবে পালন করে আসছে এলাকার ভক্তপ্রাণ জনগণ। বিভিন্ন ধরনের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য মা শীতলাকে পূজা করা হয়।