একই বাড়িতে পর পর দু’দিন অগ্নিসংযোগ, পুড়ল বাইক, দোকানঘর

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ মে : একই বাড়িতে পর পর দু’দিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড় জেলার অন্তর্গত তাপাঙ ব্লক এলাকার প্রত্যন্ত সাহাপুর গ্রামে।
প্রথম অগ্নিসংযোগ হয় শনিবার রাত বারোটা নাগাদ। এতে পুড়ে ছাই হয়ে ইব্রাহিমদের ঘরবাড়ি। এর রেশ কাটিয়ে ওঠার আগেই রবিবার রাতে ফের একবার ওই বাড়ি প্রাঙ্গণে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুড়ে ছাই হয়ে ইব্রাহিমদের ধানের মিল, বাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল চাল। এ সম্পর্কে ধোয়ারবন্ধ থানায় দু দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও স্পষ্ট হয়নি।

একই বাড়িতে পর পর দু'দিন অগ্নিসংযোগ, পুড়ল বাইক, দোকানঘর

এই ঘটনা সম্পর্কে বাড়ি মালিক ইব্রাহিম আহমেদ সংবাদ মাধ্যমে জানান, পর পর দুদিনের অগ্নিকাণ্ডে রীতিমতো পথে বসেছেন তাঁরা। ঘরবাড়ি, দোকান, ধানের মিল, বাইক, ন্যায্য মূল্যের দোকানের চাল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলতে পারছেন না, তবে তাঁর অনুমান ক্ষয়ক্ষতি কুড়ি থেকে ত্রিশ লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। রহস্য জনক অগ্নিকাণ্ডে সম্পর্কে তিনি বলেন, কে বা কারা তাঁর বাড়িতে আগুন দিয়েছে তাদের ঘরবাড়ি ও দোকানে আগুন দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই পুলিশ দুর্বৃত্তদের খোঁজে বের করবে। প্রসঙ্গত তিনি আরও জানান, বংশানুক্রমে এই এলাকায় তারা বসবাস করছেন। সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কারও সঙ্গে তাদের কোন শত্রুতা নেই। এরপরও কে বা কারা তাদের বাড়িতে আগুন দিল, এনিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তাঁরা।

একই বাড়িতে পর পর দু'দিন অগ্নিসংযোগ, পুড়ল বাইক, দোকানঘর
Spread the News
error: Content is protected !!