সভা চলাকালীন গৌরবকে কালো পতাকা, উত্তেজনা

বরাক তরঙ্গ, ২ মে : পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নলবাড়ির স্থানীয় বাসিন্দারা। একটি নির্বাচনী সমাবেশ চলাকালীন জনতা গৌরব গগৈর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে কালো পতাকা প্রদর্শন করেন। “গৌরব গগৈ, ফিরে যাও,” “গৌরব গগৈ, পাকিস্তানের এজেন্ট, হুঁশিয়ার,  “গৌরব গগৈ, হায় হায়!” এর মতো স্লোগানগুলি বাতাসে ভেসে উঠছিল, পরিস্থিতিকে আরও তীব্র করে তুলছিল।

উল্লেখযোগ্যভাবে, গৌরব গগৈ আজ নলবাড়িতে একটি কংগ্রেস নির্বাচনী সভায় অংশ নিতে এসেছিলেন। স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছিলেন এই অভিযোগে যে কংগ্রেসের সাংসদ গোপনে পাকিস্তানে গিয়ে সেখানে পনেরো দিন কাটিয়েছেন। এর ফলস্বরূপ, স্থানীয় বাসিন্দারা চলমান সভার সময় একটি তীব্র প্রতিবাদ প্রদর্শন করেন। পরিস্থিতি বাড়তে দেখে, গৌরব গগৈ নিরাপত্তার ভয়ে অন্য একটি পথ দিয়ে পালিয়ে যান।

সভা চলাকালীন গৌরবকে কালো পতাকা, উত্তেজনা
সভা চলাকালীন গৌরবকে কালো পতাকা, উত্তেজনা
Spread the News
error: Content is protected !!