লঙ্কা রানিপুখুরি গ্রামের নিখোঁজ কিশোর
পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ১ মে : লঙ্কা শহর সংলগ্ন রানিপুখুরি গ্রামের চন্দন দাস নামের ১৬ বছরের কিশোর নিখোঁজ হল। গত ২৯ এপ্রিল সকাল ৮ টায় ভালুকমারি হাইস্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। বিদ্যালয় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গায়ের রং কালো, চার ফুট লম্বা, তার পরনে রয়েছে সাদা শার্ট ও নীল প্যান্ট। ছেলেটির মাতৃভাষা বাংলা। কোন সদাশয় ব্যক্তি তার সন্ধান পেলে ৯১৯১৪২৫৯২৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।