বিশ্ব ম্যালেরিয়া দিবসে স্প্রে ও মশারি বিতরণ আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : ম্যালেরিয়ার বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য উন্নয়নের সংকল্প নিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করল আসাম রাইফেলস। শুক্রবার আসাম রাইফেলস তামেঙলং এবং জিরিবাম জেলার নুংবা, রঙদাই, টোলেন, নিউ কাইফুন্ডাই, কদমতলা ও তুইসিলেন গ্রামে ফিউমিগেশন অভিযান এবং সচেতনতা বক্তৃতা আয়োজন করে।

বিশ্ব ম্যালেরিয়া দিবসে স্প্রে ও মশারি বিতরণ আসাম রাইফেলসের

কর্মসূচি শুরু হয় জনসাধারণের স্থান এবং বাজার এলাকায় মশার প্রজনন স্থান নির্মূল করতে এবং ম্যালেরিয়া সংক্রমণের ঝুঁকি কমাতে ফিউমিগেশন অভিযান দিয়ে। এর পর স্কুলের শিশুদের জন্য সচেতনতা বক্তৃতা অনুষ্ঠিত হয়, যেখানে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা, ম্যালেরিয়ার লক্ষণ ও চিকিৎসা এবং ম্যালেরিয়া প্রতিরোধে সম্প্রদায়ের অংশগ্রহণের বিষয়গুলি আলোচনা করা হয়। পরে জনসাধারণের মধ্যে মশার প্রতিকারক স্প্রে এবং মশারি বিতরণ করা হয়।

বিশ্ব ম্যালেরিয়া দিবসে স্প্রে ও মশারি বিতরণ আসাম রাইফেলসের

আসাম রাইফেলসের এই উদ্যোগের লক্ষ্য হল সম্প্রদায়কে ম্যালেরিয়ার ঝুঁকি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

বিশ্ব ম্যালেরিয়া দিবসে স্প্রে ও মশারি বিতরণ আসাম রাইফেলসের
Spread the News
error: Content is protected !!