কাটিগড়া সুরমা নদী থেকে উদ্ধার অপরিচিত মহিলার দেহ

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : ভারত-বাংলাদেশ সীমান্তের হরিনগরে উদ্ধার এক অপরিচিত মহিলার মৃতদেহ। সুরমা নদী থেকে শুক্রবার কাটিগড়া পুলিশ উদ্ধার করে মৃতদেহটি। জানা গেছে, এদিন সীমান্তে টহলরত বিএসএফ সেনা  জওয়ানদের চোখে পড়ে নদীতে ভেসে উঠা মৃতদেহটি। তারা খবর দেন কাটিগড়া পুলিশে। অবশেষে কাটিগড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

কাটিগড়া সুরমা নদী থেকে উদ্ধার অপরিচিত মহিলার দেহ
Spread the News
error: Content is protected !!