পহেলগাঁও নিয়ে মন্তব্য, রাজ্যে আটক সাত

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : পহেলগাঁও কাণ্ডে গোটা বিশ্ব বাকরুদ্ধ। বিশ্বের নেতারা এই বর্বরোচিত হামলার নিন্দা ও ধিক্কার জানাচ্ছেন। ভারতজুড়েও এ ঘটনার প্রতিবাদের ঢেউ উঠেছে। চোখের সামনেই অনেকে স্বামী হারা হয়েছেন। এমন বর্বরোচিত হামলা মোটেই সমর্থন যোগ্য নয়। তারপরও মুষ্টিমেয় কিছু লোক কোন দৃষ্টি থেকে মন্তব্য করেই চলেছেন সামাজিক মাধ্যমে। আর এমন বিরূপ মন্তব্যে একের পর এক আটক হচ্ছেন।

ধিং বিধায়ক আমিনুল ইসলামের পর গোটা রাজ্যে সাতজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রচার করার জন্য আটক করা হয়েছে হাইলাকান্দি থেকে মোঃ জাবির হোসেন, কাছাড়ের মোঃ একে বাহাউদ্দিন ও মোঃ জাবেদ মজুমদার, মরিগাঁও- মোঃ মাহাহার মিয়া ও মোঃ মজিরুল ইসলাম, নগাঁও থেকে মোঃ আমিনুল ইসলাম এবং  শিবসাগর থেকে মোঃ সাহিল আলিকে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে নামগুলো উল্লেখ করেছেন।

পহেলগাঁও নিয়ে মন্তব্য, রাজ্যে আটক সাত
Spread the News
error: Content is protected !!