পহালগাঁওয়ে সন্ত্রাসী হামলায় মৃতদের মধ্যে অরুণাচলে একজন
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : পহালগাঁওয়ে সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন অরুণাচলের এক ব্যক্তি। মৃত ব্যক্তি তাগে হালিয়াং অরুণাচলের বাসিন্দা। তিনি বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। তাগে হালিয়াং স্ত্রীর সঙ্গে পহালগামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন।
মঙ্গলবার বিকেলে তিনি পহালগাঁওয়ে সন্ত্রাসীদের নৃশংস গুলিবর্ষণের শিকার ২৬ জনের মধ্যে একজন ছিলেন। ২৭ বছর বয়সী তাগে হালিয়াং বিমান বাহিনীতে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করছিলেন।
এই হামলার পর, তার স্ত্রী চারু কামহুয়া বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাগে হালিয়াং অরুণাচলের জিরো থেকে এসেছিলেন। তাগে হালিয়াংয়ের মতো অনেক জীবন দুঃখজনকভাবে হারিয়ে গেছে।
