কাশ্মীরে ঘুরতে এসে জঙ্গির গুলিতে মৃত্যু সদ্য বিবাহিত নৌসেনা অফিসারের
২৩ এপ্রিল : এক সপ্তাহ আগে দাম্পত্য জীবন শুরু করা ভারতীয় নৌসেনা অফিসার কাশ্মীরে ঘুরতে গিয়ে করুণ পরিণতি। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ওই ভারতীয় নৌসেনা অফিসারের। মৃতের নাম লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। ২৬ বছর বয়সী বিনয় হরিয়ানার কারনালের বাসিন্দা। সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে কিছুদিন ছুটি উপভোগ করছিলেন।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কোচিতে কর্মরত বিনয় ১৬ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯ এপ্রিল বিয়ের সব অনুষ্ঠান সেরে ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন।
মাত্র দু’বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং কোচিতে কর্মরত ছিলেন বিনয়। তাঁর মৃত্যুতে পরিবার এবং নৌবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। অনেকেই বিনয়কে ভবিষ্যতের একজন তরুণ অফিসার হিসেবে বর্ণনা করেছেন।
বিনয়ের প্রতিবেশি নরেশ বনসল ‘এএনআই’কে বলেন, “চার দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। সবাই খুশি ছিল। আমরা খবর পেয়েছি যে জঙ্গিরা তাঁকে গুলি করেছে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।”
এ ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। সকলেই পর্যটক ছিলেন। মঙ্গলবার দুপুরে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা।

এ দিকে, পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশ নেন। বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ এবং কুপওয়ারার স্থানীয়রা একটি মোমবাতি মিছিল করেছে, অন্যদিকে জম্মুতে বজরং দলের কর্মীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পাহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে আখুর এলাকার খোদ গ্রামের স্থানীয়রা মোমবাতি মিছিলও করেছে।